ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

উত্তরায় শিক্ষার্থীদের আন্দোলনে অভিভাবকরা

  • আপডেট সময় : ১০:৩৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • ৫৮ বার পড়া হয়েছে

মহানগর প্রতিবেদন : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে রোববার (৪ আগস্ট) থেকে সারাদেশে অসহযোগ আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির সমর্থনে রাজধানীর উত্তরায় সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। অভিভাবকরাও শিক্ষার্থীদের এ আন্দোলনে যোগ দিয়েছেন।
গতকাল রোববার (৪ আগস্ট) বেলা ১১টা ২০ মিনিটে উত্তরার বিএনএস সেন্টারের সামনের সড়কে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। আন্দোলনে বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
হাউজবিল্ডিং এলাকায় বসবাসরত অভিভাবক শাহনাজ বেগম বলেন, ন্যায্য অধিকার চাইতে গিয়ে আমার সন্তানের মতোই শিক্ষার্থীদের গুলি করে মারা হয়েছে। আমরা এর বিচার চাই। এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করতেই আজ এখানে এসেছি।
সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা সড়কে জড়ো হয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেন। এছাড়া এক দফা দাবিতে স্লোগান দিতে থাকেন। এসময় শিক্ষার্থীদের এক দুই তিন চার, শেখ হাসিনা গদি ছাড়, আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না-সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা গেছে। অবরোধের ফলে এই সড়কে সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গুমের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি কমিশনের

উত্তরায় শিক্ষার্থীদের আন্দোলনে অভিভাবকরা

আপডেট সময় : ১০:৩৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪

মহানগর প্রতিবেদন : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে রোববার (৪ আগস্ট) থেকে সারাদেশে অসহযোগ আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির সমর্থনে রাজধানীর উত্তরায় সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। অভিভাবকরাও শিক্ষার্থীদের এ আন্দোলনে যোগ দিয়েছেন।
গতকাল রোববার (৪ আগস্ট) বেলা ১১টা ২০ মিনিটে উত্তরার বিএনএস সেন্টারের সামনের সড়কে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। আন্দোলনে বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
হাউজবিল্ডিং এলাকায় বসবাসরত অভিভাবক শাহনাজ বেগম বলেন, ন্যায্য অধিকার চাইতে গিয়ে আমার সন্তানের মতোই শিক্ষার্থীদের গুলি করে মারা হয়েছে। আমরা এর বিচার চাই। এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করতেই আজ এখানে এসেছি।
সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা সড়কে জড়ো হয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেন। এছাড়া এক দফা দাবিতে স্লোগান দিতে থাকেন। এসময় শিক্ষার্থীদের এক দুই তিন চার, শেখ হাসিনা গদি ছাড়, আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না-সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা গেছে। অবরোধের ফলে এই সড়কে সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।