প্রযুক্তি ডেস্ক : ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলতে স্মার্টফোন ব্র্যান্ড টেকনো নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। টেকনো ক্যামন ৩০, স্পার্ক ২০ প্রো প্লাস, ক্যামন-২০ এবং ক্যামন-২০ প্রো ডিভাইসগুলো কেনার সময় এই অফারগুলো উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। স্পার্ক-২০ প্রো প্লাস কিনলে ক্রেতারা পাবেন একটি প্রিমিয়াম ব্যাকপ্যাক। এই ফোনে রয়েছে জি৯৯ আলটিমেট প্রসেসর এবং ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ ৬.৭৮ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা সেন্সিং মেইন ক্যামেরা, যা কম আলোতে মনোমুগ্ধকর ছবি তুলে। ৩৩ ওয়াট চার্জিংসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে এই ফোনে।
সম্প্রতি টেকনো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে ক্যামন-৩০ সিরিজের ফোন। টেকনো এর ক্যামন-৩০ ফোনের ক্রেতাদের জন্য নিয়ে এসেছে নিশ্চিত উপহার অফার। ফোনটি কিনলেই গ্রাহকরা একটি আকর্ষণীয় গিফট প্যাকেজ পাবেন। ফোনটি কেনার পর বিক্রেতার কাছ থেকে কোড সংগ্রহ করুন এবং ২৬৯৬৯ নাম্বারে (ঞঊঈঘঙ<ংঢ়ধপব>ওগঊও১<ংঢ়ধপব>জবঃধরষঈড়ফব) পাঠিয়ে দিন। সব ক্রেতা নিশ্চিতভাবে একটি প্রিমিয়াম টি-শার্ট অথবা একটি স্মার্ট মগ পাবেন। এছাড়া, কিছু সৌভাগ্যবান বিজয়ীদের জন্য থাকছে বিনামূল্যে আরও একটি ক্যামন-৩০ ফোন, স্মার্ট ওয়াচ অথবা ট্রু ওয়্যারলেস এয়ারবাডস (টিডব্লিউএস) জিতে নেওয়ার সুযোগ।
নাইট পোর্ট্রেট মাস্টার হিসেবে সমাদৃত টেকনো ক্যামন-৩০ ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল এআই ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল এএফ ডুয়াল কালার টেম্পারেচার ফ্ল্যাশ ফ্রন্ট ক্যামেরাসহ ট্রিপল ক্যামেরা সেটআপ। ক্যামন-৩০ গ্রাহকদের জন্য থাকছে ৩ বছরের সিকিউরিটি প্যাচ আপডেটসহ ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট (অ্যান্ড্রয়েড ১৬ পর্যন্ত) সুবিধা। এছাড়া, টেকনো ফ্যানরা ঈদ উপলক্ষে নতুন দামে ক্যামন-২০ সিরিজের ফোন কেনার সুযোগ পাচ্ছেন। আগ্রহীরা এখন ক্যামন-২০ প্রো (৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট) কিনতে পারবেন মাত্র ২১,৯৯৯ টাকায় (বাজারমূল্য ২৪,৯৯০ টাকা) এবং ক্যামন-২০ (৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট) পাওয়া যাচ্ছে মাত্র ১৮ হাজার ৯৯৯ টাকায় (বাজারমূল্য ১৯,৯৯০ টাকা)।
ঈদ উপলক্ষে টেকনোর ফোনে আকর্ষণীয় অফার
ট্যাগস :
ঈদ উপলক্ষে টেকনোর ফোনে আকর্ষণীয় অফার
জনপ্রিয় সংবাদ