ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

ঈদের নাটক ‘গার্লফ্রেন্ড আবশ্যক’

  • আপডেট সময় : ১১:২৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
  • ১৩২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : আগামী ঈদুল ফিতরকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘গার্লফ্রেন্ড আবশ্যক’। মো. খাদেমুল ইসলাম ক্যাপ্টেনের রচনা ও পরিচালনায় সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান খান হানিফ, রেজমিন সেতু, শিখা মৌ, ফারগানা মিল্টন, টুম্পা, মেধা, জেমস, রাসেদুল, উসমান অভি সহ আরও অনেকে। মা-বাবার একমাত্র সন্তান আরিয়ান খান, তার জীবনের সমসাময়িক গল্প নিয়ে নির্মিত হয় নাটকটি। নাটকের গল্পে দেখা যাবে, শিখা মৌ তার একমাত্র সন্তান আরিয়ান খান হানিফকে চঞ্চল ও চটপটে বানানোর জন্য তার ছোট ভাই ফারগানা মিল্টনকে দায়িত্ব দেন। ফারগানা মিল্টন (রকি মামা) তার বোকা ভাগিনা আরিয়ানকে চালাক ও চটপটে বানাতে শিক্ষকের ভূমিকা পালন করেন। বোকা ছেলের বোকা বোকা কা-ে হাসি ও মজায় রূপান্তরিত হয় পুরো নাটকটি। নির্মাতা ক্যাপ্টেন বলেন, ‘পেশায় আমি একজন সংগীতশিল্পী হয়ে থাকলেও গানের পাশাপাশি গল্প লিখতে পছন্দ করি। সে উৎসাহ থেকেই প্রথমবারের মতো নির্দেশনায় আসা। ইউনিটের সবার নিখুঁত পরিশ্রমে সফলভাবেই শুটিং সম্পন্ন করতে পেরেছি। আশা করছি, সকলের কাছেই ভীষণ ভালো লাগবে নাটকটি। জানা গেছে, এবারের রোজার ঈদে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ

ঈদের নাটক ‘গার্লফ্রেন্ড আবশ্যক’

আপডেট সময় : ১১:২৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩

বিনোদন ডেস্ক : আগামী ঈদুল ফিতরকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘গার্লফ্রেন্ড আবশ্যক’। মো. খাদেমুল ইসলাম ক্যাপ্টেনের রচনা ও পরিচালনায় সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান খান হানিফ, রেজমিন সেতু, শিখা মৌ, ফারগানা মিল্টন, টুম্পা, মেধা, জেমস, রাসেদুল, উসমান অভি সহ আরও অনেকে। মা-বাবার একমাত্র সন্তান আরিয়ান খান, তার জীবনের সমসাময়িক গল্প নিয়ে নির্মিত হয় নাটকটি। নাটকের গল্পে দেখা যাবে, শিখা মৌ তার একমাত্র সন্তান আরিয়ান খান হানিফকে চঞ্চল ও চটপটে বানানোর জন্য তার ছোট ভাই ফারগানা মিল্টনকে দায়িত্ব দেন। ফারগানা মিল্টন (রকি মামা) তার বোকা ভাগিনা আরিয়ানকে চালাক ও চটপটে বানাতে শিক্ষকের ভূমিকা পালন করেন। বোকা ছেলের বোকা বোকা কা-ে হাসি ও মজায় রূপান্তরিত হয় পুরো নাটকটি। নির্মাতা ক্যাপ্টেন বলেন, ‘পেশায় আমি একজন সংগীতশিল্পী হয়ে থাকলেও গানের পাশাপাশি গল্প লিখতে পছন্দ করি। সে উৎসাহ থেকেই প্রথমবারের মতো নির্দেশনায় আসা। ইউনিটের সবার নিখুঁত পরিশ্রমে সফলভাবেই শুটিং সম্পন্ন করতে পেরেছি। আশা করছি, সকলের কাছেই ভীষণ ভালো লাগবে নাটকটি। জানা গেছে, এবারের রোজার ঈদে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।