নিজস্ব প্রতিবেদক : এবারের ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার সকালে ঢাকার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। কাদের বলেন, “রোজার ঈদকে ঘিরে এবার সড়কের অবস্থা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো। আগে গাজীপুরের যে জায়গাটায় যানজট ছিল, সেখানেও গাড়ি চলাচল করছে।”
গত শুক্রবার ঢাকার গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শনের পর সড়কের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের একই কথা বলেছিলেন তিনি। অতিরিক্ত ভাড়ার বিষয়ে কাদের বলেন, “অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে গতকাল (শুক্রবার) চারটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে।
“বাস টার্মিনালগুলোতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত আছে। যাত্রীদের অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিচ্ছে।” শনিবারও গাবতলীতে কয়েকটি পরিবহন ‘দ্বিগুণ’ ভাড়া আদায় করছে এমন অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেবেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, “অভিযোগ যেহেতু এসেছে, সেটাকে মিথ্যা মনে করার অবকাশ নেই। “ঘটনা ঘটেছে বলেই অভিযোগ আসছে। আমি বিআরটিএ’র চেয়ারম্যানকে এখনই বলে দিচ্ছি অতিরিক্ত ভাড়ার বিষয়ে নজরদারি বাড়াতে।”
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় স্বস্তির আশা কাদেরের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ