প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামের জন্য একটি প্র্যাংক বিয়ের অনুষ্ঠানকে আসলে রূপান্তর করার অভিযোগে এক অস্ট্রেলীয় নারী আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালত বিয়েটি বাতিল করেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রকাশিত আদালতের রায়ে জানানো হয়, ওই নারী বুঝতে পারেননি যে প্র্যাংক হিসেবে হওয়া অনুষ্ঠানটি আসলে একটি বৈধ বিয়ে ছিল। তার সঙ্গী ছিলেন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এই বিয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ায় স্থায়ী বাসিন্দার মর্যাদা পেতে চেয়েছিলেন ওই যুবক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে অনলাইন ডেটিং প্ল্যাটফর্মে ওই নারী ও তার সঙ্গীর পরিচয় হয়। মেলবোর্নে থাকা অবস্থায় তারা নিয়মিত দেখা করতেন। একই বছরের ডিসেম্বর মাসে ওই ব্যক্তি তাকে প্রস্তাব দেন, যা তিনি গ্রহণ করেন।
দুই দিন পর তারা সিডনিতে একটি হোয়াইট পার্টিতে যোগ দিতে যান। নারীকে একটি সাদা পোশাক আনতে বলা হয়। কিন্তু অনুষ্ঠানে গিয়ে তিনি দেখতে পান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুধু তার সঙ্গী, এক ফটোগ্রাফার, ফটোগ্রাফারের বন্ধু ও একজন ম্যারেজ রেজিস্ট্রার।
নারী আদালতে তার দেওয়া সাক্ষ্যে জানান, আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা কী হচ্ছে? তখন সে আমাকে একপাশে ডেকে বললো, এটা তার ইনস্টাগ্রামের কনটেন্ট বাড়ানোর জন্য একটি প্র্যাংক বিয়ে।
তিনি আরও বলেন, সে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং তার ১৭ হাজার ফলোয়ার রয়েছে। আমি বিশ্বাস করেছিলাম, এটি শুধু একটি মজার ভিডিও।
তবে দুই মাস পর ওই ব্যক্তি তাকে তার স্থায়ী বাসিন্দার আবেদনপত্রে নির্ভরশীল হিসেবে যুক্ত করতে বলেন। তখন তিনি জানান, তারা বিবাহিত নন। ওই সময় তার সঙ্গী তাকে জানান যে, সিডনির বিবাহ অনুষ্ঠানটি আসলে বৈধ ছিল।
আদালতের নথি অনুযায়ী, ওই নারী পরে জানতে পারেন, তাদের বিয়ের জন্য প্রয়োজনীয় নোটিস অব ইনটেন্ডেড ম্যারেজ এক মাস আগেই জমা দেওয়া হয়েছিল, যা তার সই ছাড়া সম্পন্ন হয়।
পুরো ঘটনাকে বিশ্বাসঘাতকতা আখ্যা দিয়ে নারী বলেন, আমি জানতাম না যে এটা একটি বৈধ বিয়ে। সে শুরু থেকেই মিথ্যা বলেছে।
ওই ব্যক্তির দাবি, নারী এ বিষয়ে সম্মত ছিলেন এবং সিডনির একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে বিবাহ করতে রাজি হয়েছিলেন।
মেলবোর্নের বিচারক তার রায়ে বলেন, ওই নারী অনুষ্ঠানটির প্রকৃতি সম্পর্কে ভুল ধারণা পোষণ করছিলেন এবং এতে অংশগ্রহণের জন্য প্রকৃত সম্মতি দেননি। ২০২৪ সালের অক্টোবরে আদালত বিয়েটি বাতিল করে।






















