ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেইনকে ‘দূরপাল্লার অস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র’

  • আপডেট সময় : ০২:৩১:৩২ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • ৩৫ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : যুক্তরাষ্ট্র আসছে দিনগুলোতে ইউক্রেইনকে নানান অত্যাধুনিক অস্ত্রশস্ত্রসহ ২০০ কোটি ডলারের বেশি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে বলে জানিয়েছেন বিষয়টি সম্বন্ধে অবগত দুই মার্কিন কর্মকর্তা। ওয়াশিংটনের নতুন এ সহায়তায় প্রথমবারের মতো দূরপাল্লার রকেট থাকছে, থাকছে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনার সরঞ্জাম, সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এমন গোলা এবং ট্যাংকবিধ্বংসী অস্ত্র জ্যাভেলিনও, মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে তারা এমনটাই বলেছেন। এই প্যাকেজের বড় একটি অংশ, প্রায় ১৭২ কোটি ৫০ লাখই আসছে ইউক্রেইন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিসিয়েটিভ (ইউএসএআই) থেকে, এই তহবিলের মাধ্যমে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মার্কিন সামরিক বাহিনীর মজুদে হাত না দিয়ে বিভিন্ন কোম্পানি থেকে অস্ত্র কিনতে পারছেন, বলেছেন এক কর্মকর্তা। ইউএসএআই তহবিলের অর্থ দিয়ে ওয়াশিংটন মূলত বোয়িং ও সুইডিশ কোম্পানি এসএএবি-র যৌথভাবে বানানো নতুন অস্ত্র গ্রাউন্ড লঞ্চড স্মল ডায়ামিটার বম্ব (জিএলএসডিবি) কিনতে যাচ্ছে; এই বোমাগুলোর পাল্লা দেড়শ কিলোমিটার। ইউক্রেইন যুক্তরাষ্ট্রের কাছে ২৯৭ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এমন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র চাইলেও তাদের সেই আবেদন গৃহীত হয়নি। দূরপাল্লার এই জিএলএসডিবি মূলত জিবিইউ-৩৯ স্মল ডায়ামিটার বম্ব (এসডিবি) ও এম২৬ রকেট মোটরের মিলিত রূপ। জিপিএস-নির্দেশিত হওয়ায় এটি কিছু মাত্রার ইলেকট্রনিক জ্যামিংকে পরাজিত করতে পারবে, ব্যবহার করা যাবে যে কোনো আবহাওয়ায়, যে কোনো সাঁজোয়া যানের বিরুদ্ধে, বলছে এসএএবি-র ওয়েবসাইট। দূরপাল্লার হওয়ায় এটি ইউক্রেইনকে তার এখনকার সক্ষমতার তুলনায় বেশি দূরের লক্ষ্যে আঘাত হানতে সাহায্য করবে; রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে এটি কিইভবাহিনীর অন্যতম প্রধান অস্ত্র হতে পারবে, মত পশ্চিমা সমর বিশ্লেষকদের। এই ইউএসএআই তহবিলের অর্থ দিয়ে হক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনার সরঞ্জাম, ড্রোনবিধ্বংসী ব্যবস্থাপনা, কামানের গোলা প্রতিরোধী ব্যবস্থাপনা ও আকাশে নজরদারিতে সক্ষম রাডার, কমিউনিকেশন সরঞ্জাম, পুমা ড্রোন এবং প্যাট্রিয়ন ও ব্র্যাডলির মতো বড় বড় যুদ্ধাস্ত্রের যন্ত্রাংশও কেনা হতে পারে, বলেছেন এক কর্মকর্তা। এবারের সহযোগিতায় তিনটি ফিল্ড হাসপাতালের জন্য আরেক মিত্রের দেওয়া বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জামও থাকছে, বলেছেন তিনি। এ প্রসঙ্গে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে রয়টার্স। ইউএসএআই তহবিলের পাশাপাশি প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি তহবিল থেকেও ইউক্রেইনকে ৪০ কোটি ডলারের মতো সহায়তা দেওয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই তহবিলের অর্থে মার্কিন প্রেসিডেন্ট জরুরিভিত্তিতে যুক্তরাষ্ট্রের মজুদ থেকে অস্ত্রশস্ত্র নিতে পারেন। সহায়তার এই অংশে মাইন প্রতিরোধী অ্যামবুশ প্রটেক্টেড যান (এমআরএপি), গাইডেড মাল্টিপল রকেট সিস্টেম (জিএমএলআরএস) ও গোলা থাকতে পারে। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী দেশে সেনা পাঠানোর পর যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইউক্রেইনকে প্রায় দুই হাজার ৭২০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইউক্রেইনকে ‘দূরপাল্লার অস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র’

আপডেট সময় : ০২:৩১:৩২ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩

বিদেশের খবর ডেস্ক : যুক্তরাষ্ট্র আসছে দিনগুলোতে ইউক্রেইনকে নানান অত্যাধুনিক অস্ত্রশস্ত্রসহ ২০০ কোটি ডলারের বেশি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে বলে জানিয়েছেন বিষয়টি সম্বন্ধে অবগত দুই মার্কিন কর্মকর্তা। ওয়াশিংটনের নতুন এ সহায়তায় প্রথমবারের মতো দূরপাল্লার রকেট থাকছে, থাকছে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনার সরঞ্জাম, সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এমন গোলা এবং ট্যাংকবিধ্বংসী অস্ত্র জ্যাভেলিনও, মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে তারা এমনটাই বলেছেন। এই প্যাকেজের বড় একটি অংশ, প্রায় ১৭২ কোটি ৫০ লাখই আসছে ইউক্রেইন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিসিয়েটিভ (ইউএসএআই) থেকে, এই তহবিলের মাধ্যমে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন মার্কিন সামরিক বাহিনীর মজুদে হাত না দিয়ে বিভিন্ন কোম্পানি থেকে অস্ত্র কিনতে পারছেন, বলেছেন এক কর্মকর্তা। ইউএসএআই তহবিলের অর্থ দিয়ে ওয়াশিংটন মূলত বোয়িং ও সুইডিশ কোম্পানি এসএএবি-র যৌথভাবে বানানো নতুন অস্ত্র গ্রাউন্ড লঞ্চড স্মল ডায়ামিটার বম্ব (জিএলএসডিবি) কিনতে যাচ্ছে; এই বোমাগুলোর পাল্লা দেড়শ কিলোমিটার। ইউক্রেইন যুক্তরাষ্ট্রের কাছে ২৯৭ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এমন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র চাইলেও তাদের সেই আবেদন গৃহীত হয়নি। দূরপাল্লার এই জিএলএসডিবি মূলত জিবিইউ-৩৯ স্মল ডায়ামিটার বম্ব (এসডিবি) ও এম২৬ রকেট মোটরের মিলিত রূপ। জিপিএস-নির্দেশিত হওয়ায় এটি কিছু মাত্রার ইলেকট্রনিক জ্যামিংকে পরাজিত করতে পারবে, ব্যবহার করা যাবে যে কোনো আবহাওয়ায়, যে কোনো সাঁজোয়া যানের বিরুদ্ধে, বলছে এসএএবি-র ওয়েবসাইট। দূরপাল্লার হওয়ায় এটি ইউক্রেইনকে তার এখনকার সক্ষমতার তুলনায় বেশি দূরের লক্ষ্যে আঘাত হানতে সাহায্য করবে; রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে এটি কিইভবাহিনীর অন্যতম প্রধান অস্ত্র হতে পারবে, মত পশ্চিমা সমর বিশ্লেষকদের। এই ইউএসএআই তহবিলের অর্থ দিয়ে হক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনার সরঞ্জাম, ড্রোনবিধ্বংসী ব্যবস্থাপনা, কামানের গোলা প্রতিরোধী ব্যবস্থাপনা ও আকাশে নজরদারিতে সক্ষম রাডার, কমিউনিকেশন সরঞ্জাম, পুমা ড্রোন এবং প্যাট্রিয়ন ও ব্র্যাডলির মতো বড় বড় যুদ্ধাস্ত্রের যন্ত্রাংশও কেনা হতে পারে, বলেছেন এক কর্মকর্তা। এবারের সহযোগিতায় তিনটি ফিল্ড হাসপাতালের জন্য আরেক মিত্রের দেওয়া বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জামও থাকছে, বলেছেন তিনি। এ প্রসঙ্গে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে রয়টার্স। ইউএসএআই তহবিলের পাশাপাশি প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি তহবিল থেকেও ইউক্রেইনকে ৪০ কোটি ডলারের মতো সহায়তা দেওয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই তহবিলের অর্থে মার্কিন প্রেসিডেন্ট জরুরিভিত্তিতে যুক্তরাষ্ট্রের মজুদ থেকে অস্ত্রশস্ত্র নিতে পারেন। সহায়তার এই অংশে মাইন প্রতিরোধী অ্যামবুশ প্রটেক্টেড যান (এমআরএপি), গাইডেড মাল্টিপল রকেট সিস্টেম (জিএমএলআরএস) ও গোলা থাকতে পারে। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী দেশে সেনা পাঠানোর পর যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইউক্রেইনকে প্রায় দুই হাজার ৭২০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে।