ক্রীড়া ডেস্ক: ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ওয়ানডে সিরিজে তিন ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। প্রথমবার বাংলাদেশে আসা দলটি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। আগামী বছর ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ খেলবে আরও ছয় ম্যাচ। তিনটি ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে, বাকি তিন ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে। বিশ্বমঞ্চে সরাসরি খেলতে হলে নিগার সুলতানা জ্যোতির দলকে কঠিন সমীকরণ মেলাতে হবে। ৬ ম্যাচের সবগুলোতে জিতলেই কেবল ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। এই কঠিন চ্যালেঞ্জ মাথায় নিয়েই আগামী ২৫ নভেম্বর মিরপুরে শুরু হচ্ছে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শুক্রবার আইরিশরা প্রথমবারের মতো বাংলাদেশে পা রেখেছে। এই সফরে আয়ারল্যান্ড দলের নেতৃত্ব পেয়েছেন গ্যাবি লুইস। পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে এটিই তার প্রথম সফর। এছাড়া দলের বাকি ক্রিকেটাররাও বেশ তরুণ। দুই দলের সিরিজের তিনটি ওয়ানডে মিরপুরের ভেন্যুতে অনুষ্ঠিত হবে যথাক্রমে- ২৭, ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। সিলেটে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে- ৫, ৭ ও ৯ ডিসেম্বর।
বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আকতার মাগলা।
স্ট্যান্ড বাই: দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।