কারিমা ফেরদৌসী কেকা : আমার জীবনে অনেক ভালো বন্ধু পেয়েছি। তাদের সকলের গুরুত্বই আমার কাছে সমান। কাউকে একক ভাবে ‘বেস্ট ফ্রেন্ড’ বলতে পারি না। তাই আমি বলি, ‘আমার সব বন্ধুই সেরা’।
আমার বন্ধুদের কথা বলতে গেলে জেবিনের কথাই সবার আগে বলতে হবে। জেবিন আমার খালাতো বোন। বছরে দুই-এক বার নানু বাড়িতে গেলে তবেই আমাদের দেখা হয়। ফোনেও কথা হয়, তবে তা খুব কম। কিছুদিন আগে আমার এক আন্টির বিয়ের অনুষ্ঠান ছিল। সবাই আমাকে যেতে বলেছিল। মেয়েরা সবাই শাড়ি পরবে, সকলে মিলে আনন্দ করবে। জেবিন বলে, শাড়ি লাগবে না, শুধু তুমি চলে এসো তাতেই অনেক মজা হবে। যদিও কারফিউয়ের কারণে আমার যাওয়া হয়নি। আমরা যখন একসঙ্গে থাকি তখন প্রচুর গল্প করি। বিকেলে একসঙ্গে খেলাধুলা করি। আমার আরও দুই জন ভালো বন্ধু হলো হিয়া আর জয়া। তাদের সঙ্গে পরিচয় হয় গেল বছর। আমরা তিন জন তিনটি ভিন্ন বোর্ড থেকে এবার এসএসসি দিয়েছি। পরীক্ষার সময়টায় আমরা গ্রুপ স্টাডি করেছি। একজন প্রশ্ন করেছে আর অন্য দুই জন উত্তর দিয়েছি এভাবে করে বহুনির্বাচনি প্রশ্ন পড়েছি। কয়েক মাস আগে জয়ার সঙ্গে দেখা হয় আমার। আমরা দৌড়ে এসে একজন অন্যজনকে জড়িয়ে ধরি। আমার আরও একজন বন্ধু আছে যার নাম মেহেদি। আমাদের বন্ধুত্ব দেড় বছরের কিছু বেশি হবে। মেহেদির একটা গুণ আছে। সে আমার কথা বলার ধরন দেখেই বুঝে ফেলে আমার মন ভালো নাকি খারাপ। মন খারাপ থাকলে কিছুক্ষণেই মন ভালো করে দেয়। আমার বন্ধুরা আমার কাছে খুব প্রিয়। আমি চাই সারা জীবন আমাদের বন্ধুত্ব টিকে থাকুক।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা। সৌজন্যে: বিডিনিউজের ‘হ্যালো’