ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আমরা শো-অফে বিশ্বাসী নই, স্ত্রীকে নিয়ে পরমব্রত

  • আপডেট সময় : ০৬:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ২৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: দাম্পত্য জীবনের এক বছর পার করলেন ওপার বাংলার তারকা জুটি পরমব্রত চ্যাটার্জি ও পিয়া চক্রবর্তী। বলা যায়, স্বামী-স্ত্রী হিসেবে দাম্পত্যে মধুর সফর করছেন তারা। ২০২৩ এর ২৭ নভেম্বরে পরিবারের সদস্যদের নিয়েই ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন দুজন। আজ বুধবার তাদের প্রথম বিবাহবার্ষিকী। দিনটি উপলক্ষ্যে কঠিন সময়ে একে অপরের পাশে থাকার কথা জানালেন পরমব্রত-পিয়া; সঙ্গে একে অপরের ভরসা হয়ে ওঠার কথাও জানান। মঙ্গলবার মধ্যরাতে সামাজিক মাধ্যমে অনুরাগীদের মাঝে ধরা দেন পিয়া চক্রবর্তী। সেখানে পরমব্রতকে নিয়ে যুগলবন্দি দেখা যায় তাদের। সেখানে পিয়া গাইলেন মহীনের ঘোড়াগুলির ‘জানাতে চাই তোমায় গানে গানে।’
সেই পোস্টে পিয়া লেখেন, ‘ভালোবাসি তোমায় তাই জানাই গানে।’ পরম লেখেন, ‘বন্ধুত্বের ভরসা পূর্তির এক বছর।’ এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে বিস্তারিত কথা বলেন পরমব্রত। অভিনেতা জানান, আজকের দিনটা অন্যদিনের তুলনায় আলাদা তার কাছে। তাই নিজেকে কাজে ব্যস্ত রাখেননি। দিনটি নিজেদের মতোই উদ্যাপন করবেন, উপহার দেবেন পিয়াকে। তবে সেটা প্রকাশ্যে আনতে চাননা। পরমব্রতর কথায়, ‘উপহার দিতে ও পেতে আমাদের দু’জনের ভালো লাগে, কিন্তু আমরা খুব একটা ‘শো-অফ’ এ বিশ্বাসী নই। অনেক দামি কিছু উপহার দিতে হবে, এমন নয়। এমন কিছু দেব যা কাজে লাগবে।’ পরমব্রত জানান, শুধু বিবাহবার্ষিকীও নয়, এটা তাদের ভরসাপূর্তিরও এক বছর। এই পথ, এই জীবন যেন সুদীর্ঘ হয়, সেটাই চান অভিনেতা। তার কথায়, ‘আসলে জীবন তো সর্বক্ষণ মধুর হবে, এমন নয়। কঠিন সময় আসবেই। তা সে বাইরের কটাক্ষ সমালোচনা হোক, কিংবা ব্যক্তিগত জীবনে, কর্মজীবনে ওঠাপড়া- সেই সময়ই সম্পর্কের পরীক্ষা। সেই সময় একের অপরের কাছে মরুদ্যান হয়ে থাকতে পারলেই পরীক্ষায় সফল হওয়া যায়।’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন

আমরা শো-অফে বিশ্বাসী নই, স্ত্রীকে নিয়ে পরমব্রত

আপডেট সময় : ০৬:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: দাম্পত্য জীবনের এক বছর পার করলেন ওপার বাংলার তারকা জুটি পরমব্রত চ্যাটার্জি ও পিয়া চক্রবর্তী। বলা যায়, স্বামী-স্ত্রী হিসেবে দাম্পত্যে মধুর সফর করছেন তারা। ২০২৩ এর ২৭ নভেম্বরে পরিবারের সদস্যদের নিয়েই ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন দুজন। আজ বুধবার তাদের প্রথম বিবাহবার্ষিকী। দিনটি উপলক্ষ্যে কঠিন সময়ে একে অপরের পাশে থাকার কথা জানালেন পরমব্রত-পিয়া; সঙ্গে একে অপরের ভরসা হয়ে ওঠার কথাও জানান। মঙ্গলবার মধ্যরাতে সামাজিক মাধ্যমে অনুরাগীদের মাঝে ধরা দেন পিয়া চক্রবর্তী। সেখানে পরমব্রতকে নিয়ে যুগলবন্দি দেখা যায় তাদের। সেখানে পিয়া গাইলেন মহীনের ঘোড়াগুলির ‘জানাতে চাই তোমায় গানে গানে।’
সেই পোস্টে পিয়া লেখেন, ‘ভালোবাসি তোমায় তাই জানাই গানে।’ পরম লেখেন, ‘বন্ধুত্বের ভরসা পূর্তির এক বছর।’ এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে বিস্তারিত কথা বলেন পরমব্রত। অভিনেতা জানান, আজকের দিনটা অন্যদিনের তুলনায় আলাদা তার কাছে। তাই নিজেকে কাজে ব্যস্ত রাখেননি। দিনটি নিজেদের মতোই উদ্যাপন করবেন, উপহার দেবেন পিয়াকে। তবে সেটা প্রকাশ্যে আনতে চাননা। পরমব্রতর কথায়, ‘উপহার দিতে ও পেতে আমাদের দু’জনের ভালো লাগে, কিন্তু আমরা খুব একটা ‘শো-অফ’ এ বিশ্বাসী নই। অনেক দামি কিছু উপহার দিতে হবে, এমন নয়। এমন কিছু দেব যা কাজে লাগবে।’ পরমব্রত জানান, শুধু বিবাহবার্ষিকীও নয়, এটা তাদের ভরসাপূর্তিরও এক বছর। এই পথ, এই জীবন যেন সুদীর্ঘ হয়, সেটাই চান অভিনেতা। তার কথায়, ‘আসলে জীবন তো সর্বক্ষণ মধুর হবে, এমন নয়। কঠিন সময় আসবেই। তা সে বাইরের কটাক্ষ সমালোচনা হোক, কিংবা ব্যক্তিগত জীবনে, কর্মজীবনে ওঠাপড়া- সেই সময়ই সম্পর্কের পরীক্ষা। সেই সময় একের অপরের কাছে মরুদ্যান হয়ে থাকতে পারলেই পরীক্ষায় সফল হওয়া যায়।’