বিনোদন ডেস্ক: গত রোববার (১৯ নভেম্বর) ফারজান আরশী নামের এক তরুণীর সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে বিয়ের খবর দিয়েছেন গায়ক নিজেই। এর আগেও আরশীর সঙ্গে একাধিক ছবি প্রকাশ করেছেন নোবেল। ফারজান আরশী খুলনার একজন ব্লগার। তার স্বামীও ছিলেন একজন ফুড ব্লগার। তবে এবার এই আরশীকেই বিয়ে করলেন নোবেল। তবে আরশী আগের স্বামীকে ডিভোর্সের পর নোবেলকে বিয়ে করেছেন কিনা তা জানা যায়নি। এছাড়া কবে কোথায় বিয়ে করেছেন, তাও এখনো জানা যায়নি। এর আগেও ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নোবেল। এই সংসার বেশিদিন টেকেনি। মাদক না ছাড়ায় চলতি বছরের মে মাসের শুরুতে নোবেলকে বিচ্ছেদের কথা জানান সালসাবিল।
জনপ্রিয় সংবাদ