আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ১৩


আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গনি খেল এলাকায় গাড়ি বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। শনিবার (৩ অক্টোবর) নানগারহারের একটি সরকারি ভবন লক্ষ্য করে এ বোমা হামলার চালানো হয়।
প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে জানান, জেলা প্রশাসন ভবনের প্রবেশ পথে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। হামলার পর কয়েকজন সন্ত্রাসী ভবনটিতে প্রবেশের চেষ্টা জালায়। তবে ভবনের নিরাপত্তা বাহিনীর গুলিতে তাদের কয়েকজন নিহত হয়েছেন। প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফরিদ খান ঘটনাটি নিশ্চিত করে বলেন, হতাহতদের বেশিরভাগই আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে তাদের মধ্যে বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি রয়েছেন। নানগারহার প্রাদেশিক পরিষদের সদস্য ওবাইদুল্লাহ শিনওয়ারি জানান, বোমা হামলায় নিহতদের মধ্যে ৮ জন বেসামরিক মানুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশ মুখপাত্র ফরিদ খান হামলার জন্য তালেবানকে দায়ী করেছেন।