ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

আন্দোলনে মেডিকেল শিক্ষার্থীরা, ছাত্রলীগের হামলা

  • আপডেট সময় : ০১:২৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কোটা বিরোধী আন্দোলনে এবার যুক্ত হয়েছে মেডিকেল শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে পুরান ঢাকায় মাঠে নেমেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) শিক্ষার্থীরা। তবে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় ৬ জনের মতো আহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল গেটে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগ কর্মীরা শিক্ষার্থীদের উপর্যুপরি চড় থাপ্পড় ও স্ট্যাম্প-লাঠি দিয়ে আঘাত করেছে বলে জানায় আন্দোলনকারীরা।
মনিরুল ইসলাম নামে এক শিক্ষার্থী জানায়, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। আমাদের নিজেদের কলেজ ক্যাম্পাসে এ ধরনের হামলা মানা যায় না। আমাদের ছাত্রদের হলে আটকে রেখেছিল। বের হতে দেয়নি। এখন সবাই আসছে। সরেজমিনে দেখা যায়, এই মুহূর্তে হামলাকারীদের বহিষ্কারের দাবিতে প্রিন্সিপ্যাল অফিসের সামনে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ২০১৮-২০১৯ সেশনের মেডিকেল শিক্ষার্থী নাফিস আনজুম খান অধরার মাথা ফেটে যায়। তার ১২টি সেলাই প্রয়োজন হয়। এ প্রসঙ্গে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডিসেম্বর ধরেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি

আন্দোলনে মেডিকেল শিক্ষার্থীরা, ছাত্রলীগের হামলা

আপডেট সময় : ০১:২৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

নিজস্ব প্রতিবেদক : কোটা বিরোধী আন্দোলনে এবার যুক্ত হয়েছে মেডিকেল শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে পুরান ঢাকায় মাঠে নেমেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) শিক্ষার্থীরা। তবে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় ৬ জনের মতো আহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল গেটে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগ কর্মীরা শিক্ষার্থীদের উপর্যুপরি চড় থাপ্পড় ও স্ট্যাম্প-লাঠি দিয়ে আঘাত করেছে বলে জানায় আন্দোলনকারীরা।
মনিরুল ইসলাম নামে এক শিক্ষার্থী জানায়, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। আমাদের নিজেদের কলেজ ক্যাম্পাসে এ ধরনের হামলা মানা যায় না। আমাদের ছাত্রদের হলে আটকে রেখেছিল। বের হতে দেয়নি। এখন সবাই আসছে। সরেজমিনে দেখা যায়, এই মুহূর্তে হামলাকারীদের বহিষ্কারের দাবিতে প্রিন্সিপ্যাল অফিসের সামনে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ২০১৮-২০১৯ সেশনের মেডিকেল শিক্ষার্থী নাফিস আনজুম খান অধরার মাথা ফেটে যায়। তার ১২টি সেলাই প্রয়োজন হয়। এ প্রসঙ্গে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।