মহানগর প্রতিবেদন : এক দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর কাজলা ও শনির আখড়ার সড়কে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ কারণে বন্ধ হয়ে যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। শনিবারও একই স্থানে অবস্থান নিয়েছিলেন তারা।
গতকাল রোববার (৩ আগস্ট) দুপুর থেকে আন্দোলনকারীরা মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেছেন। সরেজমিন দেখা যায়, অবরোধ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে সকাল থেকেই শিক্ষার্থীরা মহাসড়কে জড়ো হতে থাকেন। দুপুর পর্যন্ত এ মহাসড়ক দিয়ে ঢাকায় কোনো গাড়ি ঢুকতে পারেনি, বেরও হয়নি। সড়কে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম শনিবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে।