ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫

আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পী জিল সোবুলের মৃত্যু

  • আপডেট সময় : ০৯:১৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: মার্কিন কণ্ঠশিল্পী, গীতিকার ও আন্দোলনকর্মী জিল সোবুল মারা গেছেন। বৃহস্পতিবার (১ মে) মিনেসোটার নিজ বাড়িতে আগুনে পুড়ে তার মৃত্যু হয়। ৬৬ বছর বয়সি এই সংগীতশিল্পীর মৃত্যুর খবর প্রকাশ করেছে বিবিসি।
গায়িকার মৃত্যুর খবর নিশ্চিত করে শিল্পীর মুখপাত্র জন পর্টার এক বিবৃতিতে বলেন, ‘জিল ছিলেন মানবাধিকারের এক নিবেদিত কর্মী। তিনি সারা জীবন ন্যায়ের পক্ষে লড়েছেন। তার সঙ্গে কাজ করা ছিল দারুণ উপভোগ্য। আমি আমার এক ভালো বন্ধু হারালাম। তার কাজ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’
তিন দশকের ক্যারিয়ারে ১২টি অ্যালবাম প্রকাশ পেয়েছে গায়িকার। এর মধ্যে ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘আই কিসড আ গার্ল’ দিয়ে সবচেয়ে পরিচিতি পান জিল।
শুক্রবার (২ মে) একটি অনুষ্ঠানে গাওয়ার কথা ছিল জিলের। কিন্তু তার আগেই চলে গেলেন তিনি। গায়িকার হঠাৎ মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন তার ভক্ত-অনুসারী থেকে শুরু করে তারকারা। ১৯৫৯ সালের ১৬ জানুয়ারি কলোরাডোতে জন্ম জিলের। ১৯৯০ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘থিংস হেয়ার আর ডিফারেন্ট’। সবশেষ অ্যালবাম ‘নস্টালজিয়া কিলস’ বাজারে আসে ২০১৮ সালে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পী জিল সোবুলের মৃত্যু

আপডেট সময় : ০৯:১৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

বিনোদন ডেস্ক: মার্কিন কণ্ঠশিল্পী, গীতিকার ও আন্দোলনকর্মী জিল সোবুল মারা গেছেন। বৃহস্পতিবার (১ মে) মিনেসোটার নিজ বাড়িতে আগুনে পুড়ে তার মৃত্যু হয়। ৬৬ বছর বয়সি এই সংগীতশিল্পীর মৃত্যুর খবর প্রকাশ করেছে বিবিসি।
গায়িকার মৃত্যুর খবর নিশ্চিত করে শিল্পীর মুখপাত্র জন পর্টার এক বিবৃতিতে বলেন, ‘জিল ছিলেন মানবাধিকারের এক নিবেদিত কর্মী। তিনি সারা জীবন ন্যায়ের পক্ষে লড়েছেন। তার সঙ্গে কাজ করা ছিল দারুণ উপভোগ্য। আমি আমার এক ভালো বন্ধু হারালাম। তার কাজ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’
তিন দশকের ক্যারিয়ারে ১২টি অ্যালবাম প্রকাশ পেয়েছে গায়িকার। এর মধ্যে ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘আই কিসড আ গার্ল’ দিয়ে সবচেয়ে পরিচিতি পান জিল।
শুক্রবার (২ মে) একটি অনুষ্ঠানে গাওয়ার কথা ছিল জিলের। কিন্তু তার আগেই চলে গেলেন তিনি। গায়িকার হঠাৎ মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন তার ভক্ত-অনুসারী থেকে শুরু করে তারকারা। ১৯৫৯ সালের ১৬ জানুয়ারি কলোরাডোতে জন্ম জিলের। ১৯৯০ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘থিংস হেয়ার আর ডিফারেন্ট’। সবশেষ অ্যালবাম ‘নস্টালজিয়া কিলস’ বাজারে আসে ২০১৮ সালে।