ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আগামী ৩৪ দিন সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে বললেন প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : ১১:৪০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • ৫২ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের সবাইকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত বৈঠকে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং এর অধীন দফতর-সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টেকনোক্র্যাক কোটায় নিযুক্ত ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার পদত্যাগ করলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে প্রধানমন্ত্রী এ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেন। কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমাদের সামনে আগামী ৩৪টি দিন অনেক গুরুত্বপূর্ণ। এ সময় আপনারা সবাই সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আমাদের ডাক যদি চালু না থাকে তাহলে আমাদের যে লজিস্টিকস, আমাদের সব পণ্য আনা-নেওয়া করা, সেটাই কিন্তু একটা দুর্ভোগের মধ্যে পড়ে যাবে।’
তিনি বলেন, ‘আমরা দেখছি, হরতাল-অবরোধের নামে একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক গোষ্ঠী, দেশি-বিদেশি চক্রান্ত ও ষড়যন্ত্র করে প্রতিদিন নিরীহ মানুষের ওপর আক্রমণ করছে। একজন নিরীহ ট্রাক ড্রাইভার মারা গেছে। অসংখ্য গাড়ি পোড়াচ্ছে, রাস্তায় অবরোধ করছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিটি প্রতিষ্ঠানকে খুব সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পণ্য, গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত চিঠিপত্র লেনদেনের জন্য আমাদের ডাক বিভাগকে চলমান রাখতে হবে। আমাদের বিটিআরসিকে দায়িত্ব পালন করতে হবে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে, যাতে আমাদের টেলিকমিউনকেশনে কোনো রকম বাধা সৃষ্টি না হয়। অপরদিকে আমাদের স্যাটেলাইট কমিউনকেশনকেও চালু রাখতে হবে, যাতে আমাদের টেলিভিশন সেন্টারগুলো নির্বিঘেœ কাজ করতে পারে। অপর দিকে আমাদের সাবমেরিন কেবল-আপনারা জানেন বহির্বিশ্বে সঙ্গে আমরা সাবমেরিনে যুক্ত। এমন কোনো বিষয় নেই, যেখানে বাংলাদেশ আসলে অবস্থান রাখেনি।’

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আগামী ৩৪ দিন সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে বললেন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১১:৪০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

প্রযুক্তি ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের সবাইকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত বৈঠকে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং এর অধীন দফতর-সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টেকনোক্র্যাক কোটায় নিযুক্ত ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার পদত্যাগ করলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে প্রধানমন্ত্রী এ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেন। কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমাদের সামনে আগামী ৩৪টি দিন অনেক গুরুত্বপূর্ণ। এ সময় আপনারা সবাই সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আমাদের ডাক যদি চালু না থাকে তাহলে আমাদের যে লজিস্টিকস, আমাদের সব পণ্য আনা-নেওয়া করা, সেটাই কিন্তু একটা দুর্ভোগের মধ্যে পড়ে যাবে।’
তিনি বলেন, ‘আমরা দেখছি, হরতাল-অবরোধের নামে একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক গোষ্ঠী, দেশি-বিদেশি চক্রান্ত ও ষড়যন্ত্র করে প্রতিদিন নিরীহ মানুষের ওপর আক্রমণ করছে। একজন নিরীহ ট্রাক ড্রাইভার মারা গেছে। অসংখ্য গাড়ি পোড়াচ্ছে, রাস্তায় অবরোধ করছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিটি প্রতিষ্ঠানকে খুব সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পণ্য, গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত চিঠিপত্র লেনদেনের জন্য আমাদের ডাক বিভাগকে চলমান রাখতে হবে। আমাদের বিটিআরসিকে দায়িত্ব পালন করতে হবে অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে, যাতে আমাদের টেলিকমিউনকেশনে কোনো রকম বাধা সৃষ্টি না হয়। অপরদিকে আমাদের স্যাটেলাইট কমিউনকেশনকেও চালু রাখতে হবে, যাতে আমাদের টেলিভিশন সেন্টারগুলো নির্বিঘেœ কাজ করতে পারে। অপর দিকে আমাদের সাবমেরিন কেবল-আপনারা জানেন বহির্বিশ্বে সঙ্গে আমরা সাবমেরিনে যুক্ত। এমন কোনো বিষয় নেই, যেখানে বাংলাদেশ আসলে অবস্থান রাখেনি।’