The Daily Ajker Prottasha

আইপিএল ছেড়ে দেশে গেলেন হেটমায়ার

0 0
Read Time:2 Minute, 3 Second

ক্রীড়া ডেস্ক : দুর্দান্ত ক্যামিও খেলে দলের জয়ে ভূমিকা রাখার কয়েক ঘণ্টা পরই দল ছেড়ে গেলেন শিমরন হেটমায়ার। রাজস্থান রয়্যালসের হয়ে এবার আইপিএলে দুর্দান্ত ফর্মে তিনি। তবে জীবনের মঞ্চে তার অপেক্ষায় আরও বড় রোমাঞ্চ। প্রথমবার বাবা হতে যাচ্ছেন তিনি। সেই টানেই আইপিএলের জৈব সুরক্ষা বলয় ছেড়ে গায়ানার পথে ২৫ বছর বয়সী ক্যারিবিয়ান ব্যাটসম্যান।
আইপিএলে শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৬ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে রাজস্থানকে জয়ের ঠিকানায় নিয়ে যান হেটমায়ার। এবারের আইপিএলে তিনি এরকমই বিধ্বংসী ও কার্যকর। রান করেছেন ২৯১। ১১ ইনিংসের ৭টিতেই অপরাজিত থাকায় গড় ৭২.২৫। স্ট্রাইক রেট ১৬৬.২৮। শেষের ওভারগুলোয় (১৭-২০) সেই স্ট্রাইক রেট আরও ভালো, ২১৪.২৮। এমন কার্যকর একজন ব্যাটসম্যানকে হারানো রাজস্থানের জন্য স্বাভাবিকভাবেই বড় ধাক্কা। হেটমায়ার নিজেও তা বুঝতে পারছেন। যাওয়ার আগে তাই আইপিএলে ফেরার ইঙ্গিতও দিয়ে গেলেন, “বাচ্চারা পৃথিবীতে একবারই আসেৃ আমার এটি প্রথম সন্তান। বিশেষভাবে জরুরি বলেই যাচ্ছি, তবে আমার (ক্রিকেট) সরঞ্জাম এখানেই রেখে যাচ্ছি।” ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার তিনে আছে রাজস্থান। তারা প্লে অফে গেলে হেটমায়ারকে দেখা যেতে পারে আবার। প্লে অফ পর্ব শুরু ২৪ মে থেকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *