ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আইপিএলকে সাকিব মাহমুদের ‘না’

  • আপডেট সময় : ১১:১৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
  • ২৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) খেলার জন্য প্রস্তাব পেয়েছিলেন ইংল্যান্ডের উদীয়মান পেসার সাকিব মাহমুদ। কিন্তু কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলার জন্য আইপিএলের প্রস্তাব ফিরিয়ে দেন এই ডানহাতি পেসার। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। একজন বিদেশি পেসারের বদলি খেলোয়াড় হিসেবে আইপিএল খেলার প্রস্তাব পেয়েছিলেন সাকিব। দেশের ঘরোয়া টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিয়েছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। তাই আইপিএলে খেলার আগ্রহ দেখাননি তিনি।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো একটি প্রতিবেদনে বলছে, ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ডের সিরিজ চলাকালীন আইপিএলের একটি দল সাকিবকে খেলার প্রস্তাব দিয়েছিলো, এমন দাবি করেছেন সাকিব। কিন্তু সতীর্থ স্টোকসের পরামর্শে আইপিএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দেন সাকিব। এ বিষয়ে সাকিব বলেন, ‘ক্যারিবিয়ান সফরে থাকার সময় প্রস্তাব পেয়েছিলাম আমি। এটি একটি সিদ্বান্ত ছিলো, যা আমাকে নিতে হয়েছিলো। আমার আশপাশে থাকা কয়েকজনের সাথেও এ বিষয়ে কথা বলি। তখন বুঝতে পারি, এই মুহূর্তে আমার উচিত লাল বলের ক্রিকেটে মনোযোগ দেওয়া। আশা করি, টেস্ট ক্রিকেট খেলতে এটি আমাকে উৎসাহ দিবে এবং ল্যাঙ্কাশায়ারের হয়ে এখানে সেরা পারফরমেন্স করার দারুণ সুযোগ।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আইপিএলকে সাকিব মাহমুদের ‘না’

আপডেট সময় : ১১:১৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২

ক্রীড়া ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) খেলার জন্য প্রস্তাব পেয়েছিলেন ইংল্যান্ডের উদীয়মান পেসার সাকিব মাহমুদ। কিন্তু কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলার জন্য আইপিএলের প্রস্তাব ফিরিয়ে দেন এই ডানহাতি পেসার। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। একজন বিদেশি পেসারের বদলি খেলোয়াড় হিসেবে আইপিএল খেলার প্রস্তাব পেয়েছিলেন সাকিব। দেশের ঘরোয়া টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিয়েছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। তাই আইপিএলে খেলার আগ্রহ দেখাননি তিনি।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো একটি প্রতিবেদনে বলছে, ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ডের সিরিজ চলাকালীন আইপিএলের একটি দল সাকিবকে খেলার প্রস্তাব দিয়েছিলো, এমন দাবি করেছেন সাকিব। কিন্তু সতীর্থ স্টোকসের পরামর্শে আইপিএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দেন সাকিব। এ বিষয়ে সাকিব বলেন, ‘ক্যারিবিয়ান সফরে থাকার সময় প্রস্তাব পেয়েছিলাম আমি। এটি একটি সিদ্বান্ত ছিলো, যা আমাকে নিতে হয়েছিলো। আমার আশপাশে থাকা কয়েকজনের সাথেও এ বিষয়ে কথা বলি। তখন বুঝতে পারি, এই মুহূর্তে আমার উচিত লাল বলের ক্রিকেটে মনোযোগ দেওয়া। আশা করি, টেস্ট ক্রিকেট খেলতে এটি আমাকে উৎসাহ দিবে এবং ল্যাঙ্কাশায়ারের হয়ে এখানে সেরা পারফরমেন্স করার দারুণ সুযোগ।’