নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলন-পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ‘নিরাপত্তা প্রদান এবং তাদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ’ করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।
গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানান ঢাবির জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যের সার্বিক নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে।