নিজস্ব প্রতিবেদক : আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ মোহাম্মদ মঈনউদ্দিন বলেছেন, আমাদের উপ-শাখা থেকে দুর্বৃত্তরা টাকা পয়সা নিতে পারেনি। শাহ মোহাম্মদ মঈনউদ্দিন বলেন, আমাদের প্রত্যেকটা শাখা, উপ-শাখায় অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বাড্ডা উপ-শাখায় যখন চোর ঢুকার চেষ্টা করেছিল, তখন প্রধান কার্যালয় থেকে আমাদের কর্মকর্তারা অত্যাধুনিক সিস্টেমের মাধ্যমে বুঝতে পারে। পরে তারা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চায়। পরবর্তী সময়ে পুলিশ গিয়ে চোরদের আটক করে। উল্লেখ্য, আইএফআইসি ব্যাংকের বাড্ডা উপ-শাখার দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি জানিয়েছেন
সংবাদ শিরোনাম ::