মোয়াজ্জেম হোসেন
হায়রে মানবতা, হায়রে বিবেক,
মুসলিম আর ইহুদি বিভাজনে-
খুঁজছ হাজারো রকম ভেদ॥
মেতেছে তারা রক্ত খেলায়,
চিরশত্রুর ভুল ধারণায়-
খুন করায় যুদ্ধের পরাকাষ্ঠায়॥
সবার সেমেটিক পিতা ইব্রাহিম,
মুসায়ি ইসায়ি আর মুসলিম-
অজ্ঞতার বসে হলো পরাধীন॥
ওরাও হতে পারে একাত্ম,
অভিন্ন এক জাতিসত্তা
ইসরায়েল আর ফিলিস্তিন॥
আজকের প্রত্যাশা/কেএমএএ