ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

  • আপডেট সময় : ০৫:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: ‘ব্যাচেলর পয়েন্টে’ নাটক দিয়ে পরিচিতি পাওয়া অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বাংলাদেশ সময় ৬টা ৪০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে এই অভিনেত্রী মারা গেছেন বলে জানিয়েছেন তার ভাগ্নে ও অভিনেতা আর এ রাহুল; অভিনেত্রীর বয়স হয়েছিল ৫৭ বছর। গ্লিটজকে অভিনেতা রাহুল বলেছেন যুক্তরাষ্ট্রে দুই ছেলেমেয়ে আসিফ আহমেদ হৃদয় ও জাকিয়া রেজওয়ানা আহমেদ জ্যোতির কাছে গিয়েছিলেন গুলশান আরা। “সেখানে তার হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়।

সকালে মৃত্যুর খবর পাই।”
এই অভিনেত্রীর মরদেহ যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রাহুল। তিনি বলেছেন, অভিনেত্রীকে তার গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ায় দাফন করা হবে। গুলশান আরার মৃত্যুতে সোশাল মিডিয়ায় শোক জানিয়েছেন সহকর্মীরা। পরিচালক কাজল আরেফিন অমি লিখেছেন, “আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকালে ইন্তেকাল করেছেন। ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহ পাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।”

অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ লিখেছেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুলশান আরা আহমেদ আপা, একজন ভালো অভিনেত্রী, ভালো মানুষ ছিলেন। ‘মালেক হইতে সাবধান’ নাটকে আপনার সাথে কত আডডা গল্প হল। সবাই তার জন্য দোয়া করবেন।” ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমার নির্মাতা এম রহিম লিখেছেন “শ্রদ্ধেয় গুলশান আরা আহমেদ আপা, আপনার এত দ্রুত এই প্রস্থান কোনোভাবেই মেনে নেয়ার মতন না। আমরা শোকাভিভূত। ‘জংলি’ আপনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি। আপনি আজীবন আমাদের পরিবারেরই একজন হয়ে থাকবেন।” ২০০২ সালে টেলিভিশনের নাটক দিয়ে গুলশান আরার অভিনয় জীবন শুরু হয়। তার প্রথম চলচ্চিত্র প্রয়াত পরিচালক এনায়েত করিমের ‘কদম আলী মাস্তান’ সিনেমায়। এছাড়া ‘হৃদয়ের কথা’, ‘ডাক্তার বাড়ি’, ‘ভালোবাসা আজকাল’, ‘লাল শাড়ি’সহ আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন গুলশান আরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

আপডেট সময় : ০৫:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

বিনোদন প্রতিবেদক: ‘ব্যাচেলর পয়েন্টে’ নাটক দিয়ে পরিচিতি পাওয়া অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বাংলাদেশ সময় ৬টা ৪০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে এই অভিনেত্রী মারা গেছেন বলে জানিয়েছেন তার ভাগ্নে ও অভিনেতা আর এ রাহুল; অভিনেত্রীর বয়স হয়েছিল ৫৭ বছর। গ্লিটজকে অভিনেতা রাহুল বলেছেন যুক্তরাষ্ট্রে দুই ছেলেমেয়ে আসিফ আহমেদ হৃদয় ও জাকিয়া রেজওয়ানা আহমেদ জ্যোতির কাছে গিয়েছিলেন গুলশান আরা। “সেখানে তার হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়।

সকালে মৃত্যুর খবর পাই।”
এই অভিনেত্রীর মরদেহ যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রাহুল। তিনি বলেছেন, অভিনেত্রীকে তার গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ায় দাফন করা হবে। গুলশান আরার মৃত্যুতে সোশাল মিডিয়ায় শোক জানিয়েছেন সহকর্মীরা। পরিচালক কাজল আরেফিন অমি লিখেছেন, “আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকালে ইন্তেকাল করেছেন। ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহ পাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।”

অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ লিখেছেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুলশান আরা আহমেদ আপা, একজন ভালো অভিনেত্রী, ভালো মানুষ ছিলেন। ‘মালেক হইতে সাবধান’ নাটকে আপনার সাথে কত আডডা গল্প হল। সবাই তার জন্য দোয়া করবেন।” ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমার নির্মাতা এম রহিম লিখেছেন “শ্রদ্ধেয় গুলশান আরা আহমেদ আপা, আপনার এত দ্রুত এই প্রস্থান কোনোভাবেই মেনে নেয়ার মতন না। আমরা শোকাভিভূত। ‘জংলি’ আপনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি। আপনি আজীবন আমাদের পরিবারেরই একজন হয়ে থাকবেন।” ২০০২ সালে টেলিভিশনের নাটক দিয়ে গুলশান আরার অভিনয় জীবন শুরু হয়। তার প্রথম চলচ্চিত্র প্রয়াত পরিচালক এনায়েত করিমের ‘কদম আলী মাস্তান’ সিনেমায়। এছাড়া ‘হৃদয়ের কথা’, ‘ডাক্তার বাড়ি’, ‘ভালোবাসা আজকাল’, ‘লাল শাড়ি’সহ আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন গুলশান আরা।