ঢাকা ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

অপো নিয়ে এলো এআই ফিচারের রেনো-১২ সিরিজ

  • আপডেট সময় : ১০:১৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে এআই ফিচারের রেনো-১২ সিরিজ নিয়ে এল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। গত বুধবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে আড়ম্বর অনুষ্ঠানে ফোনগুলো উন্মোচন করা হয়। অপো বলছে, রেনো-১২ সিরিজ ফোনগুলোতে রয়েছে উন্নত এআইয়ের সুবিধা। যার ফলে একজন ব্যবহারকারী সহজেই এর ফটোগ্রাফি নিয়ন্ত্রণ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে থাকা অনাকাঙ্ক্ষিত ব্যক্তি, বস্তু সহজেই মুছে ফেলা যাবে।
শুধু তাই নয়, কোনো ছবিতে কারো চোখ বন্ধ অবস্থায় থাকলে ফোনটির এআই ম্যাজিক স্টুডিও ফিচারের মাধ্যমে তা খুলে দেওয়া যায় সহজেই। চাইলে বন্ধু বা শিশুর ছবিও যোগ করা যাবে ফোনটির এআই ম্যাপিং ফিচারের মাধ্যমে। এছাড়াও দুর্বল সিগন্যাল, নেটওয়ার্ক কনজেশন ও শব্দ আটকে যাওয়ার সমস্যাগুলো দূর করতে অপো এই সিরিজে এনেছে এআই লিঙ্কবুস্ট ফুল-লিঙ্ক নেটওয়ার্ক ডেটা ট্রান্সমিশন ইঞ্জিনটি ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক সিলেকশন। ফলে ওয়াইফাই ডেড জোনে নির্বিঘ্নে ডেটা নেটওয়ার্ক স্ইুচ করা সম্ভব। এমনকি এলিভেটরেও দ্রুত সিগন্যাল রিকভারির সুবিধা মিলবে। কোথাও মোবাইলের সিগন্যাল না থাকলেও ফোনটির বিকনলিঙ্ক ফিচারের মাধ্যমে ভয়েস কলও করা যাবে। ফোনটিতে রয়েছে অল-রাউন্ড আর্মার প্রোটেকশন। যা যে কোনো দুর্ঘটনায় ফোনটিকে সুরক্ষা দেবে। পাশাপাশি স্প্ল্যাশ টাচ ফিচারটি আপনার হাত ভেজা থাকলেও ফোনের স্ক্রিনকে রাখবে পুরোপুরি সক্রিয়।
রেনো-১২ এফ-এ ৪৫ ওয়াট সুপারভুকসহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দীর্ঘ মেয়াদে ব্যবহারের নিশ্চয়তা দিচ্ছে অপো। চার বছর ফোনটি নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। ফোনটি আনবক্স করার পর থেকে ৫০ মাস পর্যন্ত ব্যবহার করা যাবে স্বাচ্ছন্দ্যের সঙ্গে। রেনো-১২ এফ (৮জিবি+২৫৬জিবি) পাওয়া যাবে ৩৪,৯৯০ টাকায়, রেনো-১২ এফ ৫জি (১২জিবি+২৫৬জিবি) ৪২,৯৯০ টাকায়, রেনো-১২ (১২জিবি+৫১২জিবি) ৫৯,৯৯০ টাকায়। আগ্রহী ও সম্ভাব্য ক্রেতারা অফিসিয়াল অপো বাংলাদেশ ফেসবুক পেজ ভিজিট করে অপো রেনো১২ এফ সিরিজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
গ্রাহকরা ১০ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত অপো রেনো-১২ এফ (৮জিবি+২৫৬জিবি) প্রি-অর্ডার করতে পারবেন। ফোনটি ১৮ জুলাই থেকে বাজারে পাওয়া যাবে। প্রি-অর্ডারের গ্রাহকরা লটারির মাধ্যমে আইওটি ডিভাইস জেতার সুযোগের পাশাপাশি ৭৯৯ টাকা মূল্যের দুই বছরের ওয়ারেন্টি পেতে পারেন বিনামূল্যে। এছাড়া তারা ১২৯৯ টাকা মূল্যের এক বছরের স্ক্রিন প্রোটেকশনও বিনামূল্যে পাওয়ার সুযোগ থাকছে। ৩০টি ব্যাঙ্কে ৩০ মাস পর্যন্ত ইএমআই সুবিধা নিতে পারবেন গ্রাহকরা। এর পাশাপাশি সোয়াপের সাহায্যে তারা ৫০০০ টাকার ক্যাশ অফারের মাধ্যমে ফোন বদলের সুযোগ পাবেন।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অপো নিয়ে এলো এআই ফিচারের রেনো-১২ সিরিজ

আপডেট সময় : ১০:১৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

প্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে এআই ফিচারের রেনো-১২ সিরিজ নিয়ে এল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। গত বুধবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে আড়ম্বর অনুষ্ঠানে ফোনগুলো উন্মোচন করা হয়। অপো বলছে, রেনো-১২ সিরিজ ফোনগুলোতে রয়েছে উন্নত এআইয়ের সুবিধা। যার ফলে একজন ব্যবহারকারী সহজেই এর ফটোগ্রাফি নিয়ন্ত্রণ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে থাকা অনাকাঙ্ক্ষিত ব্যক্তি, বস্তু সহজেই মুছে ফেলা যাবে।
শুধু তাই নয়, কোনো ছবিতে কারো চোখ বন্ধ অবস্থায় থাকলে ফোনটির এআই ম্যাজিক স্টুডিও ফিচারের মাধ্যমে তা খুলে দেওয়া যায় সহজেই। চাইলে বন্ধু বা শিশুর ছবিও যোগ করা যাবে ফোনটির এআই ম্যাপিং ফিচারের মাধ্যমে। এছাড়াও দুর্বল সিগন্যাল, নেটওয়ার্ক কনজেশন ও শব্দ আটকে যাওয়ার সমস্যাগুলো দূর করতে অপো এই সিরিজে এনেছে এআই লিঙ্কবুস্ট ফুল-লিঙ্ক নেটওয়ার্ক ডেটা ট্রান্সমিশন ইঞ্জিনটি ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক সিলেকশন। ফলে ওয়াইফাই ডেড জোনে নির্বিঘ্নে ডেটা নেটওয়ার্ক স্ইুচ করা সম্ভব। এমনকি এলিভেটরেও দ্রুত সিগন্যাল রিকভারির সুবিধা মিলবে। কোথাও মোবাইলের সিগন্যাল না থাকলেও ফোনটির বিকনলিঙ্ক ফিচারের মাধ্যমে ভয়েস কলও করা যাবে। ফোনটিতে রয়েছে অল-রাউন্ড আর্মার প্রোটেকশন। যা যে কোনো দুর্ঘটনায় ফোনটিকে সুরক্ষা দেবে। পাশাপাশি স্প্ল্যাশ টাচ ফিচারটি আপনার হাত ভেজা থাকলেও ফোনের স্ক্রিনকে রাখবে পুরোপুরি সক্রিয়।
রেনো-১২ এফ-এ ৪৫ ওয়াট সুপারভুকসহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দীর্ঘ মেয়াদে ব্যবহারের নিশ্চয়তা দিচ্ছে অপো। চার বছর ফোনটি নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। ফোনটি আনবক্স করার পর থেকে ৫০ মাস পর্যন্ত ব্যবহার করা যাবে স্বাচ্ছন্দ্যের সঙ্গে। রেনো-১২ এফ (৮জিবি+২৫৬জিবি) পাওয়া যাবে ৩৪,৯৯০ টাকায়, রেনো-১২ এফ ৫জি (১২জিবি+২৫৬জিবি) ৪২,৯৯০ টাকায়, রেনো-১২ (১২জিবি+৫১২জিবি) ৫৯,৯৯০ টাকায়। আগ্রহী ও সম্ভাব্য ক্রেতারা অফিসিয়াল অপো বাংলাদেশ ফেসবুক পেজ ভিজিট করে অপো রেনো১২ এফ সিরিজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
গ্রাহকরা ১০ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত অপো রেনো-১২ এফ (৮জিবি+২৫৬জিবি) প্রি-অর্ডার করতে পারবেন। ফোনটি ১৮ জুলাই থেকে বাজারে পাওয়া যাবে। প্রি-অর্ডারের গ্রাহকরা লটারির মাধ্যমে আইওটি ডিভাইস জেতার সুযোগের পাশাপাশি ৭৯৯ টাকা মূল্যের দুই বছরের ওয়ারেন্টি পেতে পারেন বিনামূল্যে। এছাড়া তারা ১২৯৯ টাকা মূল্যের এক বছরের স্ক্রিন প্রোটেকশনও বিনামূল্যে পাওয়ার সুযোগ থাকছে। ৩০টি ব্যাঙ্কে ৩০ মাস পর্যন্ত ইএমআই সুবিধা নিতে পারবেন গ্রাহকরা। এর পাশাপাশি সোয়াপের সাহায্যে তারা ৫০০০ টাকার ক্যাশ অফারের মাধ্যমে ফোন বদলের সুযোগ পাবেন।