ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে মালয়েশিয়ার গ্রুপে বাংলাদেশ

  • আপডেট সময় : ০১:২৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • ১৮ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: গতবারের তুলনায় কিছুটা সহজ গ্রুপ পেয়েছে বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে ‘এইচ’ গ্রুপে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপিন্সের সঙ্গে আছে তারা। এই গ্রুপের ম্যাচগুলো হবে থাইল্যান্ডে। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে ৪৩ দল অংশ নিচ্ছে। এর ড্র হয়েছে বৃহস্পতিবার। ‘এ’ থেকে ‘জে’ পর্যন্ত এই দশ গ্রুপে আছে চারটি করে দল। ‘কে’ গ্রুপে আছে তিন দল। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন সৌদি আরবের সঙ্গে ‘জি’ গ্রুপে আছে কম্বোডিয়া, লেবানন ও মঙ্গোলিয়া। বাছাই পর্বের খেলা আগামী ৪ সেপ্টেম্বর শুরু হয়ে ১২ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা। কাতারে এই প্রতিযোগিতার মূল পর্ব শুরু হবে আগামী বছর, ১৫ এপ্রিলে। গতবারের বাছাইয়ে কুয়েত ও সৌদি আরবের গ্রুপে পড়েছিল বাংলাদেশ। কুয়েতের বিপক্ষে লড়াই করে ১-০ গোলে হারের পর সৌদি আরবের কাছে দল হেরে যায় ৩-০ ব্যবধানে। টানা দুই হারে গ্রুপের তলানিতে থেকে ছিটকে যায় বাংলাদেশ। স্বাগতিক হিসেবে মূল পর্বে সরাসরি খেলবে কাতার। বাছাইয়ে গ্রুপ সেরা ১১ দল ও সেরা পাঁচ রানার্সআপ মিলিয়ে মোট ১৬ দল পাবে চূড়ান্ত পর্বে খেলার টিকেট। এই প্রতিযোগিতা বিবেচিত হবে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকসের ফুটবল ইভেন্টের বাছাই হিসেবেও। সেরা তিন দল পাবে অলিম্পিকসে খেলার টিকেট।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে মালয়েশিয়ার গ্রুপে বাংলাদেশ

আপডেট সময় : ০১:২৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

ক্রীড়া প্রতিবেদক: গতবারের তুলনায় কিছুটা সহজ গ্রুপ পেয়েছে বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে ‘এইচ’ গ্রুপে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপিন্সের সঙ্গে আছে তারা। এই গ্রুপের ম্যাচগুলো হবে থাইল্যান্ডে। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে ৪৩ দল অংশ নিচ্ছে। এর ড্র হয়েছে বৃহস্পতিবার। ‘এ’ থেকে ‘জে’ পর্যন্ত এই দশ গ্রুপে আছে চারটি করে দল। ‘কে’ গ্রুপে আছে তিন দল। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন সৌদি আরবের সঙ্গে ‘জি’ গ্রুপে আছে কম্বোডিয়া, লেবানন ও মঙ্গোলিয়া। বাছাই পর্বের খেলা আগামী ৪ সেপ্টেম্বর শুরু হয়ে ১২ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা। কাতারে এই প্রতিযোগিতার মূল পর্ব শুরু হবে আগামী বছর, ১৫ এপ্রিলে। গতবারের বাছাইয়ে কুয়েত ও সৌদি আরবের গ্রুপে পড়েছিল বাংলাদেশ। কুয়েতের বিপক্ষে লড়াই করে ১-০ গোলে হারের পর সৌদি আরবের কাছে দল হেরে যায় ৩-০ ব্যবধানে। টানা দুই হারে গ্রুপের তলানিতে থেকে ছিটকে যায় বাংলাদেশ। স্বাগতিক হিসেবে মূল পর্বে সরাসরি খেলবে কাতার। বাছাইয়ে গ্রুপ সেরা ১১ দল ও সেরা পাঁচ রানার্সআপ মিলিয়ে মোট ১৬ দল পাবে চূড়ান্ত পর্বে খেলার টিকেট। এই প্রতিযোগিতা বিবেচিত হবে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকসের ফুটবল ইভেন্টের বাছাই হিসেবেও। সেরা তিন দল পাবে অলিম্পিকসে খেলার টিকেট।