ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

অডিও ভাইরাল ‘আরও ৫ হাজার মানুষ মারা লাগলেও সরকার চিন্তা করবে না’

  • আপডেট সময় : ০১:১৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

পবিপ্রবি সংবাদদাতা : শিক্ষার্থীদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রেজিস্ট্রার ও প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও অপ্রীতিকর শব্দচয়ন এবং শিক্ষার্থীদের দিকে তেড়ে যাওয়ারও অভিযোগ উঠেছে। ইতোমধ্যে এ সংক্রান্ত কয়েকটি অডিও ক্লিপ বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপসহ অন্যান্য সংশ্লিষ্ট পেজে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দিতে মঙ্গলবার রাতে এম কেরামত আলী হলে যান অধ্যাপক সন্তোষ কুমার বসু। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশের সরকার খুব সহজে ক্ষমতা ছাড়বে না, গদি ছাড়বে না। যদি আরও ৫ হাজার মানুষ মারা লাগে, সরকার চিন্তা করবে না।’ প্রক্টর হল ছাড়ার জন্য কঠোর নির্দেশনা দিলে শিক্ষার্থীদের অনেকে নিজেদের আর্থিক সমস্যা ও বিভিন্ন সংকটের কথা জানান। আর এতেই ক্ষিপ্ত হয়ে তিনি শিক্ষার্থীদের দিকে তেড়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তিনি তাদের প্রতি ‘এই মিয়া এই’ বলে গালমন্দ করেন এবং তাদের আর্থিক সমস্যা ‘খোঁড়া যুক্তি’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের এমন অঙ্গভঙ্গি ও শব্দচয়ন কখনোই শোভন নয়। বিভিন্ন সংকটে আমরা যে শিক্ষক সমাজের কাছে আশ্রয় খুঁজি, তাদের এমন আচরণ হতাশাজনক।’ জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সন্তোষ কুমার বসুর সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি সাড়া দেননি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত এ ব্যাপারে বলেন, দপ্রক্টর কী বলেছেন সেটা আমি অবগত নই। তবে ছাত্রদের দিকে তার তেড়ে যাওয়া এবং ওই ধরনের বক্তব্য দিতেন পারেন না তিনি।’ এ বিষয়ে প্রক্টরের সঙ্গে কথা বলবেন বলে জানান উপাচার্য।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নির্বাচনে দেরি হলে জঙ্গি ও উগ্রপন্থিরাও সুযোগ নেবে: ফখরুল

অডিও ভাইরাল ‘আরও ৫ হাজার মানুষ মারা লাগলেও সরকার চিন্তা করবে না’

আপডেট সময় : ০১:১৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

পবিপ্রবি সংবাদদাতা : শিক্ষার্থীদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রেজিস্ট্রার ও প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও অপ্রীতিকর শব্দচয়ন এবং শিক্ষার্থীদের দিকে তেড়ে যাওয়ারও অভিযোগ উঠেছে। ইতোমধ্যে এ সংক্রান্ত কয়েকটি অডিও ক্লিপ বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপসহ অন্যান্য সংশ্লিষ্ট পেজে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দিতে মঙ্গলবার রাতে এম কেরামত আলী হলে যান অধ্যাপক সন্তোষ কুমার বসু। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশের সরকার খুব সহজে ক্ষমতা ছাড়বে না, গদি ছাড়বে না। যদি আরও ৫ হাজার মানুষ মারা লাগে, সরকার চিন্তা করবে না।’ প্রক্টর হল ছাড়ার জন্য কঠোর নির্দেশনা দিলে শিক্ষার্থীদের অনেকে নিজেদের আর্থিক সমস্যা ও বিভিন্ন সংকটের কথা জানান। আর এতেই ক্ষিপ্ত হয়ে তিনি শিক্ষার্থীদের দিকে তেড়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তিনি তাদের প্রতি ‘এই মিয়া এই’ বলে গালমন্দ করেন এবং তাদের আর্থিক সমস্যা ‘খোঁড়া যুক্তি’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের এমন অঙ্গভঙ্গি ও শব্দচয়ন কখনোই শোভন নয়। বিভিন্ন সংকটে আমরা যে শিক্ষক সমাজের কাছে আশ্রয় খুঁজি, তাদের এমন আচরণ হতাশাজনক।’ জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সন্তোষ কুমার বসুর সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি সাড়া দেননি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত এ ব্যাপারে বলেন, দপ্রক্টর কী বলেছেন সেটা আমি অবগত নই। তবে ছাত্রদের দিকে তার তেড়ে যাওয়া এবং ওই ধরনের বক্তব্য দিতেন পারেন না তিনি।’ এ বিষয়ে প্রক্টরের সঙ্গে কথা বলবেন বলে জানান উপাচার্য।