ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অজ্ঞানপার্টির খপ্পরে সাড়ে ৪ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

  • আপডেট সময় : ০১:৩১:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলের আরামবাগ থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মোহাম্মদ শামীম (৩৮) নামে এক জুতা ব্যবসায়ী সাড়ে ৪ লাখ টাকা খোয়ালেন। গতকাল শনিবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
শামীমের ভাই আব্দুর রহমান জানান, আমরা দুই ভাই পাইকারি জুতার ব্যবসা করি। আমার ভাই ঢাকা থেকে সকালে সাভার যান। সাভারের একটি ব্যাংক থেকে টাকা উঠিয়ে ঢাকার উদ্দেশ্যে হিমাচল গাড়িতে ওঠেন। ওই বাসে থাকা অজ্ঞানপার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে সাড়ে ৪ লাখ টাকা কৌশলে নিয়ে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে পাকস্থলী ওয়াশ করে নতুন ভবনের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আমাদের দুই ভাইয়ের মালিবাগ রেলগেটে জুতার দোকান রয়েছে। আমার ভাই সাভারেই থাকে। সাভার থেকে টাকা আনার পথে এ ঘটনা ঘটে। আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানা চরলিয়া গ্রামে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিলের আরামবাগ থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে এক জুতা ব্যবসায়ী এসেছেন। তার কাছে থেকে অজ্ঞানপার্টির সদস্যরা সাড়ে ৪ লাখ টাকা নিয়েছে বলে জানতে পেরেছি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

 

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অজ্ঞানপার্টির খপ্পরে সাড়ে ৪ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

আপডেট সময় : ০১:৩১:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলের আরামবাগ থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মোহাম্মদ শামীম (৩৮) নামে এক জুতা ব্যবসায়ী সাড়ে ৪ লাখ টাকা খোয়ালেন। গতকাল শনিবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
শামীমের ভাই আব্দুর রহমান জানান, আমরা দুই ভাই পাইকারি জুতার ব্যবসা করি। আমার ভাই ঢাকা থেকে সকালে সাভার যান। সাভারের একটি ব্যাংক থেকে টাকা উঠিয়ে ঢাকার উদ্দেশ্যে হিমাচল গাড়িতে ওঠেন। ওই বাসে থাকা অজ্ঞানপার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে সাড়ে ৪ লাখ টাকা কৌশলে নিয়ে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে পাকস্থলী ওয়াশ করে নতুন ভবনের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আমাদের দুই ভাইয়ের মালিবাগ রেলগেটে জুতার দোকান রয়েছে। আমার ভাই সাভারেই থাকে। সাভার থেকে টাকা আনার পথে এ ঘটনা ঘটে। আমাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানা চরলিয়া গ্রামে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিলের আরামবাগ থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে এক জুতা ব্যবসায়ী এসেছেন। তার কাছে থেকে অজ্ঞানপার্টির সদস্যরা সাড়ে ৪ লাখ টাকা নিয়েছে বলে জানতে পেরেছি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।