Published On: শনিবার ১৮ আগস্ট, ২০১৮

ভাগ্য খুললো সাবর্ণীর

বিনোদন প্রতিবেদক : আবুল কালাম আজাদ পরিচালিত ‘ও মাই লাভ’ ছবিতে মাহির অভিনয়ের কথা ছিল। কিন্তু শুটিং শুরু হবার ১ দিন আগে হঠাৎ করেই মাহি ছবিতে কাজ করতে অস্বীকৃতি জানান। এরপর পরিচালক সমিতিতে বিষয়টি নিয়ে দেন দরবার হয়। ছবিতে নতুন একজন নায়িকা থাকা এবং ওই নায়িকার সিক্যুয়েন্স বেশি থাকায় নাকি কাজটি করতে রাজি হননি মাহি। মাহির এই রাজি না হওয়াতে ভাগ্য খুলে যায় কলকাতা থেকে আগত সেই নায়িকা অর্থাৎ সাবর্ণীর। পরিচালক তাকে প্রধান নায়িকা করে ছবির কাজ শুরু করেন। আগস্টের শুরুতে পুবাইলে ‘ও মাই লাভ’ ছবির শুটিং শুরু হয়। ছবির নায়ক হৃদ্ধিসও কলকাতার ছেলে। এরই মধ্যে ছবির ৮০ ভাগ শুটিং শেষ হয়েছে। এক্সেল ফিল্মের ব্যানারে ‘ও মাই লাভ’ ছবিটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার। সাবর্ণী বলেন, ছবিটির বেশিরভাগ কাজ শেষ হয়েছে। এখন গানের শুটিং বাকি রয়েছে। আগামী সপ্তাহে তিন দিনের জন্য কলকাতায় যাচ্ছি। সেখান থেকে ফিরে ছবির বাকি কাজ শেষ করবো। আশা করি, চলতি মাসের মধ্যে ক্যামেরা ক্লোজড হবে ছবিটির।

Videos