ফাগুন এলে
ফাগুন এলে


মোঃ শহিদুল ইসলাম:কুহু কুহু কোকিল ডাকে
বসে গাছের ডালে,
প্রজাপতি ডানা মেলে
ওড়ে তালে তালে।
চারিপাশে গাছে গাছে
ফুটে আছে ফুল,
অলিগুলো মধু নিতে
করে না তো ভুল।
বনে বনে পাখিগুলো
জোরে জোরে ডাকে,
মেছোপাখি আপন মনে
নদীর কূলে থাকে।
দখিন হাওয়া বয়ে চলে
ফাগুন এলে ভাই,
নানা রকম পোকা দেখি
উড়ে চলে তাই!