প্রেম কাব্য
প্রেম কাব্য


মজনু মিয়া :সুললিতা বড্ড তোমায় মনে পড়ে
ফাগুন এলেই শিমূল পলাশ তুলে দিতে
দূরে কোথাও কোকিলের ডাক শুনলে বলতে
দেখো বসন্ত এসে গেছে ফুলের বন।
মন আনচান আনচান করে অপলকে চোখ
মুখের পানে চেয়ে রয়, কি যেনো খোঁজে!
কালো চুলে বাঁকা ভ্রুতে রেশমি চুড়ি
নরম কোমল নিতম্ব দেশে আঁচলের
নিখুঁত ভাঁজে কোমরের বিছাতে কিংবা
শাড়ির ভাঁজে ভাঁজে মন জুড়ানো কিছু।
পায়ের নূপুর চলার ধ্বনি ভালো লাগে
দেখতেই চায় মন,তোমাতে হারাতে চায় মন।