ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: জাবিতে আলালের কুশপুতুল দাহ

  • আপডেট সময় : ০১:৩৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • ১৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুতুল দাহ করেছেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগর নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিল বের করা হয়। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আলালের কুশপুতুল দাহ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সমাবেশে ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তিকারী মোয়াজ্জেম হোসেন আলালকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এ ছাড়া স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের যেসব নেতাকর্মীদের খুন হয়েছে সেসব ঘটনার বিচার করতে হবে। আমরা সব ছাত্র হত্যার বিচার চাই। বিক্ষোভ মিছিল ও পরবর্তী কর্মসূচিতে শাখা ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান সোহেল, মাহবুবুল হক রাফা, আকলিমা আক্তার এশা, আজিজুর রহমান লিলু, শাহরুখ শাহরিয়ার সৌমিক, রতন বিশ্বাস, এনামুল হক এনাম, আলম শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: জাবিতে আলালের কুশপুতুল দাহ

আপডেট সময় : ০১:৩৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুতুল দাহ করেছেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগর নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিল বের করা হয়। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আলালের কুশপুতুল দাহ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সমাবেশে ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তিকারী মোয়াজ্জেম হোসেন আলালকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এ ছাড়া স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের যেসব নেতাকর্মীদের খুন হয়েছে সেসব ঘটনার বিচার করতে হবে। আমরা সব ছাত্র হত্যার বিচার চাই। বিক্ষোভ মিছিল ও পরবর্তী কর্মসূচিতে শাখা ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান সোহেল, মাহবুবুল হক রাফা, আকলিমা আক্তার এশা, আজিজুর রহমান লিলু, শাহরুখ শাহরিয়ার সৌমিক, রতন বিশ্বাস, এনামুল হক এনাম, আলম শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।