Published On: বৃহস্পতিবার ১৭ মে, ২০১৮

ডিজিটাল বোর্ড আনলো মাইক্রোসফট

প্রত্যাশা ডেস্ক : টাচ ডিসপ্লে সমৃদ্ধ ডিজিটাল হোয়াইট বোর্ড আনলো মাইক্রোসফট। সাধারণ হোয়াইট বোর্ডের মত করেই এটাকে ব্যবহার করা যাবে। এর নাম সারফেস হাব টু। ফোরকে ডিসপ্লের এই ডিভাইসটি দুইটি আকারে পাওয়া যাবে। এগুলো হলো ৫৫ ইঞ্চির এবং ৮৪ ইঞ্চির। দাম যথাক্রমে ৮,৯৯৯ ডলার এবং ২১,৯৯৯ ডলার। ডিজিটাল হোয়াইট বোর্ডটিতে বিল্টইন স্পিকার এবং মাইক রয়েছে। এর ডিসপ্লেকে কয়েকভাগে ভাগ করে ব্যবহার করা যাবে। এতে অফিস ৩৬৫ বিল্টইন রয়েছে।  ডিভাইসটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত। এতে বিল্টইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Videos