Published On: মঙ্গলবার ১৫ মে, ২০১৮

টেকনাফে তিন লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। এ সময় একটি অটোরিকশা (সিএনজি) জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অতিরিক্ত অধিনায়ক কাজী মঞ্জুরুল আলম। তিনি জানান, সোমবার গভীর রাতে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া একটি অটোরিকশা করে একটি ইয়ার চালান পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি দল ওই এলকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি অটোরিকশা জব্দ করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে তিন লাখ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। অটোরিকশাটি টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। পরে উদ্ধার ইয়াবাগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

Videos