Published On: বৃহস্পতিবার ২৪ মে, ২০১৮

চীন সফরে যাচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : সরকারি সফরে চীনে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ৭ ও ৮ জুন দু’দিনের চীন সফরে সাংহাই করপোরেশন অর্গানাইজেশনের এক সম্মেলনে অংশ নেবেন তিনি। বুধবার রাশিয়ার প্রেসিডেন্টের সহযোগী ইউরি ইউশাকভ দেশটির সংবাদসংস্থা তাসকে এ তথ্য জানিয়েছেন।
ইউশাকভ বলেছেন, ২৪ ও ২৫ মে সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশান।
আগামী মাসের চীন সফরের জন্য পুতিনের সঙ্গে কিশানের এই সাক্ষাৎ সহায়ক হবে বলে মন্তব্য করেছেন ইউরি ইউশাকভ। তিনি বলেন, পুতিনের সঙ্গে কিশানের ওই সাক্ষাৎকারে দুই রাষ্ট্রের পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার ব্যাপারে কথা হবে।রুশ প্রেসিডেন্টের এ সহযোগী বলেন, চীন এবং রাশিয়ার বাণিজ্য গত বছর ৩১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩০ দশমিক ৮ শতাংশ বেড়েছে। বর্তমানে দুই দেশের বাণিজ্য ২৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।

Videos