একুশ আমার
একুশ আমার


মিনহাজ উদ্দীন শরীফ :একুশ আমার মাতৃভূমির
সন্তানেরই দান,
রক্ত বর্ণে লিখে যাওয়া
রাজপথের ঐ গান।
একুশ আমার বাগে ফোটা
শিশির ভেজা জবা,
বুকের রক্ত ঢেলে দিয়ে
উদিত এক প্রভা।
একুশ আমার ফাগুন মাসে
রক্তে আঁকা ছবি,
বীর ছেলেদের রক্তে রাঙা
নীল গগনের রবি।
একুশ আমার বিশ্ব সেরা
বাংলা মায়ের বুলি,
শহীদ ভাইদের সত্তা ত্যাগের
ভাষা কেমনে ভুলি?