Published On: বুধবার ১০ ফেব্রুয়ারি, ২০১৬

অভিনেত্রী হলেও আমার অনুভুতি আছে

Share This
Tags

বলিউডে সোনম কাপুরের একটা আলাদা ইমেজ আছে। আর এই ইমেজের জন্য বলিউডে তার বন্ধুর অভাব নাই। বলিউডের ফ্যাশন ডিভা খ্যাত সোনম কাপুর তার বলিউড বন্ধুদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। তার সেই বন্ধুদের তালিকায় রয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, আথিয়া শেঠি, পরিণীতি চোপড়া, জ্যাকুলিন ফার্নান্দেজ এবং স্বারা ভাস্কর।

৩০ বছর বয়সি সোনম সম্প্রতি তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে দ্য ফার্স্ট ওয়াইভস ক্লাব সিনেমার একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। সিনেমায় এলিস চরিত্রে অভিনয় করেছেন গোল্ডি হওন। ভিডিও ক্লিপটিতে দেখা যায় এলিস বলছেন, ‘তোমরা কী মনো কর আমি শুধু একজন সিনেমার তারকা, আমার কোনো অনুভূতি নেই? ভুল! আমার অনুভূতি আছে! আমি একজন অভিনেত্রী! আমার এগুলো সবই আছে।’

প্রেম রতন ধন পায়ো সিনেমা খ্যাত এ অভিনেত্রী ভিডিওটির ক্যাপশন হিসেবে লেখেন, ‘ইয়াপ’।

পরবর্তীতে সোনমের সেই পোস্ট টুইটারে শেয়ার করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। পাশাপাশি লিখেছেন, ‘হা হা সুন্দর।’

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Videos